South AsianLifestyle Others 

রূপান্তরকামীদের জন্য নতুন মঞ্চ “সায়ন”

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : অধিকাংশ ক্ষেত্রে সমাজ ভিন্ন চোখে দেখে থাকে যৌন সংখ্যালঘু মানুষজনকে। তাঁদের পাশে দাঁড়ানোর প্রয়াস বড় একটা দেখা যায় না। আমেরিকান সেন্টারে “প্রান্তকথা”-র উদ্যোগে হয়ে গেল একটি বিশেষ অনুষ্ঠান। সেখানেই জন্ম হল তাঁদের একটি নিজস্ব মঞ্চ “সায়ন”- এর। সাউথ এশিয়ান ইয়ং অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক নামের এই মঞ্চ ঘিরে উৎসাহও কম ছিল না। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিল ভারত, বাংলাদেশ ও নেপাল-সহ সার্কভুক্ত দেশের এলজিবিটিকিউআই প্রতিনিধিরা। যাঁরা আসতে পারেননি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তাঁরা অংশগ্রহণ করেছেন বলে জানা গিয়েছে। পাশাপাশি “সায়ন”-এর মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলের যৌন সংখ্যালঘু ব্যক্তিরা নিজেদের মধ্যে আলোচনা এবং একে অপরকে পথ দেখাতে পারবেন বলেও জানা যায়। এই উদ্যোগের মাধ্যমে পুরো দক্ষিণ এশিয়ার যৌন সংখ্যালঘুরা পারস্পরিক যোগাযোগ স্থাপন করতে পারবেন, এমনও প্রত্যাশা রয়েছে।

Related posts

Leave a Comment