Reserve Bank of IndiaLifestyle Others 

বাজার পড়লেও লগ্নিকারীদের আশ্বাস শীর্ষব্যাঙ্কের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা আতঙ্কে বিশ্বব্যাপী চূড়ান্ত অনিশ্চয়তা। অন্যদিকে চড়াই-উৎরাই চলছে শেয়ারবাজারগুলিতে। তবে দেশের বাজারে এ পরিস্থিতিতে লগ্নিকারীদের আশ্বস্ত করল রিজার্ভ ব্যাঙ্ক। এক বিবৃতিও জারি করেছে শীর্ষব্যাঙ্ক। এক্ষেত্রে দাবি করা হয়েছে, বিশ্বজুড়ে নভেল করোনা ভাইরাস সংক্রমণের গতি-প্রকৃতি নিয়মিত খতিয়ে দেখা হচ্ছে শীর্ষব্যাঙ্কের পক্ষ থেকে। এমনকী প্রয়োজনে দেশের শেয়ারবাজার এবং আর্থিক প্রতিষ্ঠানগুলির স্বার্থ রক্ষায় যথাসময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রের ডাও জোন্স সূচকে ১,১৯১ পয়েন্টের সর্বকালীন রেকর্ড অবনতির পর ফেডেরাল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল বিবৃতিতে জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) নভেল করোনা ভাইরাসের সংক্রমণকে এখনও “প্যানডেমিক” বা “বিশ্বমহামারী” হিসেবে চিহ্নিত করেনি। পুরো পরিস্থিতির উপর নজর থাকছে কর্তৃপক্ষের। জানানো হয়েছে, লগ্নিকারীদের স্বার্থে প্রয়োজনে সুদের হার কমানো-সহ প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

Related posts

Leave a Comment