ব্রিটিশ নাগরিকদের ফেরাতে ৭ বিমান
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ব্রিটেনের বিদেশমন্ত্রক ভারতে আটকে পড়া ব্রিটিশ নাগরিকদের ফেরাতে ৭টি বিমান পাঠানোর কথা জানিয়েছে। সূত্রের খবর, বিপর্যস্ত আতঙ্কের আবহে আন্তর্জাতিক বিমান পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় ভারতে আটকে প্রায় ৩৫ হাজার ব্রিটিশ নাগরিক। এমত পরিস্থিতিতে দ্রুত দেশে ফেরার জন্য তাঁদের মধ্যে ২০ হাজার জন ব্রিটিশ হাইকমিশনে যোগাযোগ করেছিলেন। জানা গিয়েছে, বিমান যাত্রীদের মধ্যে রয়েছেন মিস ইংল্যান্ড বর্ষা মুখোপাধ্যায়। বর্তমানে কলকাতাতে রয়েছেন বর্ষা। দেশে ফিরে লন্ডনের হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে যোগ দেবেন তিনি।