উড়ান নিয়ে জল্পনা নস্যাৎ কেন্দ্রীয় বিমানমন্ত্রীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : উড়ান নিয়ে জল্পনা অব্যাহত। আগামী ১৫ এপ্রিল থেকে উড়ান চালু হতে পারে বলে বিভিন্ন রকম খবর বের হচ্ছে। আবার এয়ার ইন্ডিয়া ছাড়া অন্য বিমান সংস্থাগুলি ১৫ এপ্রিলের পরের তারিখের জন্য বুকিংও নিতে শুরু করেছে বিভিন্ন মহলে খবরও। এয়ার ইন্ডিয়া আগামী ৩০ এপ্রিলের পরের তারিখের বুকিং নিচ্ছে বলেও বিভিন্ন জল্পনা শুরু হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় বিমানমন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, ১৫ এপ্রিল থেকে দফায় দফায় উড়ান চালু হওয়ার খবর ঠিক নয়, জল্পনা মাত্র।