নির্দেশিকা তৈরির লক্ষ্যে শুনানি সুপ্রিমকোর্টে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : শুনানি হবে সুপ্রিমকোর্টে। বিপর্যস্ত পরিস্থিতির মধ্যে আদালতগুলি কোন পথে চলবে, কীভাবে কাজ চালাবে, কোন মামলাকে জরুরি বলে গণ্য করা হবে, এই সংক্রান্ত বিষয় নিয়ে নির্দেশিকা তৈরির লক্ষ্যে শুনানি সুপ্রিমকোর্টে। বর্তমানে জামিন বা পরিযায়ী শ্রমিকদের দুর্দশার মতো অত্যন্ত জরুরি বিষয়েই শুনানি হচ্ছে, ভিডিও কনফারেন্সে। পাশাপাশি কোন মামলার শুনানি আবশ্যিক ও কোনগুলি আদালতের ইচ্ছাধীন বলে মানা হবে, সে বিষয়ে নির্দিষ্ট নীতি থাকা দরকার বলে জানিয়ে প্রধান বিচারপতির কাছে চিঠি লিখেছেন শীর্ষ আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি। এরপরই শীর্ষ আদালত বিষয়টি হাতে নিয়েছে।