bostralayLifestyle Others 

পোশাক বিক্রেতাদের উৎকণ্ঠা বেড়েছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: বাঙালির কাছে চৈত্র সেলের গুরুত্বটা অনেক বেশি। আবার সেখানেও মন্দা।স্টক খালি করা নিয়েই উদ্বিগ্ন পোশাক ব্যবসায়ীরা। ফুটপাতের হকার থেকে শুরু করে বড় ব্যবসায়ীরাও জেরবার এই পরিস্থিতিতে। পয়লা বৈশাখের হালখাতার আশা বাদ দিয়ে,চলতি বছরের পুরানো স্টক সামাল দিতেই নাকাল বিক্রেতারা। লকডাউনের কারণে জমজমাট বাজার এক প্রকার বন্ধই। এই সময় চৈত্র সেলের কেনাকাটা শুরু হয়ে যায়। এবার ভিন্ন চেহারা বাজার বন্ধ থাকায়। রাজ্য ও জেলার বিভিন্ন প্রান্তে পোশাক বিক্রেতারা রয়েছেন ব্যাপক চিন্তায়। সূত্রের খবর, ব্যবসায়ীদের গোডাউনে জমা রয়েছে প্রচুর মালপত্রও। আবার স্টল এবং দোকানগুলিতে পড়ে রয়েছে বিক্রয়যোগ্য বহু সামগ্রী। টাকার অঙ্কে তার মূল্য অনেক। অন্যদিকে মহাজনের কাছেও অনেক টাকা বাকি পড়ে গিয়েছে। পুরনো স্টক খালি করে টাকাও তোলা যাচ্ছে না। পোশাক বিক্রেতারা অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। পুরানো কালেকশনের ভবিষ্যৎ কী হবে তা নিয়েও উৎকণ্ঠা বেড়েছে পোশক বিক্রেতাদের।

Related posts

Leave a Comment