ডিটেনশন সেন্টার থেকে মুক্তির দাবি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিপর্যস্ত পরিস্থিতিতে জেল থেকে বন্দিদের শর্তাধীনে সাময়িক মুক্তি দেওয়ার কথা জানিয়েছে সুপ্রিমকোর্ট। সূত্রের খবর, উত্তরপ্রদেশ, কর্নাটক, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গ-সহ নানা রাজ্যেই বন্দিদের প্যারোলে ছাড়া হয়েছে। শীর্ষ আদালতের ওই নির্দেশের প্রসঙ্গ তুলেই অসমের ডিটেনশন সেন্টার থেকে মানুষকে মুক্তি দেওয়ার দাবিও উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি পাঠিয়ে এ রাজ্যের বাম পরিষদীয় দলের নেতা সুজন চক্রবর্তী জানিয়েছেন, যে যুক্তিতে বন্দিদের সাময়িক মুক্তি দেওয়া হচ্ছে, সেই যুক্তিতেই ডিটেনশন সেন্টারে আটক জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) থেকে বাদ পড়া মানুষকেও মুক্তি দেওয়া উচিত। চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে অসম ও বাংলার দুই মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও।