ভারতীয় সংস্থার হাতে তৈরি হলো করোনা ভ্যাকসিন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: হায়দরাবাদের ওষুধ নির্মাতা সংস্থা ‘ভারত বায়োটেক’ তৈরি করে ফেলেছে করোনা ভ্যাকসিন। ইউনিভার্সিটি অফ উইসকনসিন -ম্যাডিসন অ্যান্ড ফ্লুগেনের যুগ্ম সহায়তায় ভ্যাকসিনটি তৈরি হয়েছে বলে জানান সংস্থার সিএমডি কৃষ্ণা ইলা (@BharatBiotech)। ভাসাসিনটি অ্যানিম্যাল ট্রায়ালের জন্য পাঠানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। ৩-৬ মাস ধরে ট্রায়াল চলার পর যদি সফল হয়, তাহলে ভারতে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া চালু হয়ে যাবে। গবেষকদের আশা, এই বছরের শেষের দিকেই ভ্যাকসিনটি বাজারে চলে আসবে।
ভ্যাকসিনটির নাম দেওয়া হয়েছে কোরো ফ্লু। রিপোর্ট অনুযায়ী, ভ্যাকসিনটি মুখে নয়, নাকে দেওয়া হবে। কাজ হবে এক ফোটাতেই। শুধু করোনা নয়, অন্যান্য ফ্লুও রুখে দেবে এই ভ্যাকসিন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা ভাইরাস নাক দিয়ে মুখে ঢোকে। তারপর বুকে বাসা বাধে। ধীরে ধীরে সারা শরীরে সংক্রমণ হয়। সংস্থা জানিয়েছে, এক একটি ছোটো ফাইলে ১৫-২০ ফোঁটা ওষুধ থাকবে। তাতেই কাজ হবে। কৃষ্ণা ইলা জানান, তাঁদের তৈরি ভ্যাকসিন ট্রায়ালে সফল হলে প্রথম দফায় ৩০ কোটি ভ্যাকসিন তৈরি করা হবে। উল্লেখ্য, এই সংস্থা আগে চিকুনগুনিয়া, টাইফয়েড সহ ১৬ ধরণের ভ্যাকসিন তৈরি করেছে।