Vartual Class-1Education Lifestyle Others 

পড়ুয়াদের ভার্চুয়াল ক্লাস বহাল

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সরকারি ও সরকার পোষিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য ভার্চুয়াল ক্লাস। তবে দূরদর্শন ও ডিডি বাংলার বদলে এবিপি আনন্দে নেওয়া হবে বলে জানা গিয়েছে। বিকাশ ভবন সূত্রে জানা যায়, বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই ক্লাস হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্লাস নেবেন বিশিষ্ট শিক্ষকেরা। প্রাথমিকভাবে ঠিক হয়, নবম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস হবে দূরদর্শন ও ডিডি বাংলা চ্যানেলে। প্রসঙ্গত, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ডিডি বাংলায় এই অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। আবার বিকাশ ভবন সূত্রে আবারও জানানো হয়, ক্লাস হবে এবিপি আনন্দে। বাংলা শিক্ষা পোর্টালের মাধ্যমে এবং শিক্ষা হেল্পলাইনের মাধ্যমে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের পড়ানোর যে-পরিকল্পনা নেওয়া হয়েছিল, তা-ও বহাল থাকছে।

Related posts

Leave a Comment