উপনির্বাচনে চারে চার তৃণমূল-দুর্গ রক্ষায় ব্যর্থ বিজেপি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: চারে চার তৃণমূল। জয়ের পর উপনির্বাচনে জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য,দুটি আসনে বিধায়কের মৃত্যু এবং দুই আসনে বিধায়কের পদত্যাগের কারণে গত ৩০অক্টোবর উপনির্বাচন হয় ৷ আজ ফল প্রকাশের পর দেখা যায়, চার আসনেই জয়ী হল তৃণমূল কংগ্রেস ৷ দিনহাটা আসনে রীতিমতো রেকর্ড ভোটে জয়ী হলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ।
মাত্র ৫৭ ভোটে তিনি পরাজিত হয়েছিলেন একুশের নির্বাচনে। এবার উপনির্বাচনে তিনি জয়ী হলেন ১ লক্ষ ৬৩ হাজার ৫ ভোটে। এই কেন্দ্রে বিজেপির অশোক মণ্ডল ভোট পেয়েছেন ২৫ হাজার ৩০০টি । বাম শিবিরের ফরোয়ার্ড ব্লক প্রার্থী ভোট পেয়েছেন ৬ হাজার ২৫৮টি। জয়ের পর উদয়ন গুহ-র প্রতিক্রিয়া, “দিনহাটাবাসীর কাছে ঋণ আরও বাড়ল। শোধ করার চেষ্টা করব কাজে দিয়ে”। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক দুর্গ রক্ষা করতে ব্যর্থ হলেন।
দিনহাটা,গোসাবা ও খড়দহে জয়ী হল তৃণমূল কংগ্রেস। খড়দহ আসনে ৯৩ হাজারের বেশি ভোটে জয়ী হয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়। খড়দহ আসনে তৃণমূল পেয়েছে ১ লক্ষ ১৩ হাজার ৬৪৭ ভোট। শোভনদেববাবু জয়ী হয়েছেন ৯৩ হাজার ৮৩২ ভোটে । দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেপি প্রার্থী জয় সাহা। তৃতীয় সিপিআইএম প্রার্থী দেবজ্যোতি দাস। উল্লেখ্য,খড়দহ কেন্দ্রটিতে ভোট হয়েছে প্রয়াত তৃণমূল নেতা কাজল সিনহার স্মৃতিকে ঘিরেই,এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।
অন্যদিকে গোসাবার উপনির্বাচনে তৃণমূল প্রার্থী সুব্রত মণ্ডলও জয়ী হলেন লক্ষাধিক ভোটে। শান্তিপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীরও জয় নিশ্চিত হল। অনেক জায়গাতে তৃণমূলের কর্মী ও সর্মথকদের মধ্যে বিজয় উল্লাস করতে দেখা যায়। জয় নিশ্চিত হতেই শুরু হয় সবুজ আবির খেলা। তবে বিজয়মিছিল নিয়ে দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

