chuni ghoshamiSports 

সিএবি-র শ্রদ্ধা চুনী গোস্বামীকে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ অনলাইনে চুনীকে শ্রদ্ধা।সিএবি এই উদ্যোগ নিতে চলেছে।বাংলার ক্রিকেটারদের কাছে সিএবি-র বার্তা- নিজেদের মতো করে চুনীকে শ্রদ্ধা জানিয়ে কাল শনিবার বিকেল ৪টের মধ্যে সিএবির মেল আইডিতে পাঠানোর কথা বলা হয়েছে।জানা গিয়েছে, ওই সমস্ত বার্তা সি এবি তাঁদের অফিসিয়াল মেল আইডিতে আপলোড করবে পরের দিন রবিবার। সেই দিন চুনীর স্মরণসভাও হবে। সিএবির পক্ষ থেকে আরও জানানো হয়েছে ,করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সবাইকে নিয়ে বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হবে।

Related posts

Leave a Comment