পিছিয়ে গেল সিবিএসই দশমের ফল প্রকাশ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : পিছিয়ে গেল সিবিএসই দশমের ফল। সিবিএসই বোর্ড করোনা আবহে স্কুলের অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে দশম শ্রেণির ফল জুনের মাঝামাঝি ঘোষণা করার কথা পূর্বে জানিয়েছিল। বর্তমান পরিস্থিতিতে বিষয়টি পিছিয়ে যাচ্ছে বলে খবর। জুলাইয়ের আগে ফল প্রকাশ করা যাবে না বলে জানানো হয়েছে।
সিবিএসই সূত্রের খবর, প্রাথমিকভাবে সিদ্ধান্ত দেওয়া হয়েছিল, জুনের শুরুতেই স্কুলগুলি অভ্যন্তরীণ মূল্যায়নের নম্বর বোর্ডের পোর্টালে আপলোড করবে। সেই ভিত্তিতে জুনের তৃতীয় সপ্তাহে ফল বেরনোর কথা ছিল। এরপর বোর্ড একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নম্বর জমা দেওয়ার সময়সীমা বাড়িয়ে ৩০ জুন করেছে। জুলাইয়ের মাঝামাঝি ফল বের হওয়ার সম্ভাবনার কথা জানানো হয়েছে। উল্লেখ করা যায়, পড়ুয়ারা প্রায় সব স্কুলেই একাদশ শ্রেণির ক্লাস শুরু করে।

