করোনা বিপর্যয়ে স্থগিত হচ্ছে জনগণনা ও এনপিআর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা বিপর্যয়ে জেরবার দেশ। এই পরিস্থিতিতে স্থগিত হচ্ছে জনগণনা ও এনপিআর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ দফতর সূত্রের খবর, ভয়ঙ্কর করোনা ভাইরাসের সংক্রমণ রুখতেই এই সিদ্ধান্ত। উল্লেখ্য, ভারতে এখনও অবধি এই ভাইরাসে ১১ জনের মৃত্যুর খবর মিলেছে। আক্রান্তের সংখ্যা সাড়ে পাঁচশো অতিক্রম করেছে। করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ২০২১ সালের জনগণনা ও জাতীয় জনসংখ্যাপঞ্জি (এনপিআর)-র প্রথম পর্যায়ের কাজ স্থগিতের সিদ্ধান্ত ঘোষণা করেছে বলে খবর। প্রসঙ্গত, আগামী ১ এপ্রিল থেকে এই পর্যায়ের কাজ শুরু হওয়ার কথা ছিল। সূত্রের খবর, রেজিস্ট্রার জেনারেল ও সেনসাস কমিশনারের দফতর পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত এই কাজ স্থগিত রাখার কথা ঘোষণা করেছে।
২৪ মার্চ, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করোনাভাইরাস মোকাবিলায় দেশব্যাপী ২১ দিনের লকডাউনের কথা ঘোষণা করেন। তাঁর এই ঘোষণার পরদিনই জনগণনা ও এনপিআর-এর প্রাথমিক পর্যায়ের কাজ স্থগিত রাখার ঘোষণা করা হয়েছে বলে জানা যায়। এই সংক্রান্ত বিষয়ে আরও জানা যায়, ২০২১ সালের জনগণনার কাজ দুটি পর্যায়ে হওয়ার কথা। প্রাথমিক পর্বে আগামী এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত বাড়ির তালিকা ও গৃহস্থালির সমীক্ষা সংক্রান্ত কাজ হওয়ার কথা ছিল। দ্বিতীয় পর্বে ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি জনসংখ্যা গণনা হওয়ার কথা ছিল। অসম ছাড়া দেশব্যাপী ২০২১ সালের জনগণনার প্রথম পর্বের সঙ্গে এনপিআর আপডেশনের কাজের প্রস্তাব থাকলেও তা কার্যত বন্ধ হচ্ছে বলেও খবর।