স্কুল শিক্ষার মানের উন্নতির সুযোগ ‘স্টারস’ প্রকল্পে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ‘স্টারস’ প্রকল্প ৬টি রাজ্যে। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রিসভা নতুন জাতীয় শিক্ষা নীতির অঙ্গ হিসেবে স্কুলের ক্লাসরুমে শিক্ষাদান, শেখা ও তার ফলাফল নিয়মিত জানার জন্য নতুন প্রকল্প ‘স্টারস’-এ অনুমোদন করেছে। সরকারিভাবে জানা গিয়েছে, ৫৭১৮ কোটি টাকার এই প্রকল্প আপাতত শুরু হচ্ছে ৬টি রাজ্যে। হিমাচলপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, কেরল ও ওড়িশায় প্রাথমিকভাবে এই প্রকল্প শুরু হবে। সূত্রের আরও খবর, এক্ষেত্রে বিশ্বব্যাঙ্ক প্রায় ৩৭০০ কোটি টাকা দেবে কেন্দ্রকে।
এছাড়া বাকি ২০০০ কোটি টাকার ভার বহণ করবে রাজ্যগুলি। এক্ষেত্রে প্রকল্পটির লক্ষ্য হবে, ৩ থেকে ৮ বছর বয়সি পড়ুয়াদের সাক্ষরতা ও সংখ্যা পরিচিতির ভিত মজবুত করা। এ বিষয়ে শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণও থাকবে। পড়ুয়ারা কতটা শিখতে ও বুঝতে পারছে, তা মাপার বন্দোবস্ত করাও হচ্ছে। পাশাপাশি পড়ুয়াদের অগ্রগতি জরিপ করার জন্য তৈরি হবে জাতীয় পরীক্ষা কেন্দ্র (পরখ)। আবার অনেকটা একই পদ্ধতিতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের সহায়তায় স্কুল শিক্ষার মানের উন্নতির সুযোগ পাবে গুজরাত, তামিলনাড়ু, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড ও অসম।
