চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা বন্ধ
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা পরিস্থিতিতে দুর্গাপুজোর পর এবার চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রা বন্ধ। করোনা সংক্রমণ রুখতেই এই প্রয়াস নেওয়া হয়েছে। স্থানীয় সূত্রের খবর, চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটির কর্মকর্তাদের সঙ্গে একটি বৈঠক হয় পুলিশ কমিশনারেটের আধিকারিকদের। এ ব্যাপারে এমনই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। চন্দননগরের পুলিশ কমিশনার সূত্রের খবর, ভাসানের শোভাযাত্রা দেখার জন্য চন্দননগরে মানুষের ঢল নামে, তাতে এবার করোনার আবহে ঝুঁকি নেওয়া ঠিক হবে না। অন্যদিকে সংশ্লিষ্ট সব পক্ষ একমত হওয়ায় শোভাযাত্রা বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি পুজোর দিনগুলিতে সবরকম স্বাস্থ্যবিধি মেনে চলা হবে বলেও জানানো হয়েছে।

