ডেঙ্গি নিয়েও সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: একদিকে রাজ্যে এই বিপর্যস্ত পরিস্থিতি। অন্যদিকে, ডেঙ্গির প্রকোপ যাতে না বাড়তে পারে তারজন্য আগাম সতর্কবার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে মুখ্যমন্ত্রী সব পঞ্চায়েত, পৌরসভা সহ রাজ্যের সর্বত্র ডেঙ্গি দমন কর্মসূচি শুরু করার নির্দেশ দিলেন। ডেঙ্গি যাতে করোনার দোসর না হয়ে ওঠে, তারজন্যে এই সতর্কতা। মুখ্যমন্ত্রী বললেন, “ডিঙ্গিটারও কেয়ার নিন। এরসঙ্গে ডেঙ্গি হলে গোদের ওপর বিষফোঁড়া না হয়ে যায়, সেটা দেখুন।” প্রসঙ্গত, এডিস ইজিপ্টাই মশাকে ঠেকিয়ে ডেঙ্গিকে নিয়ন্ত্রণে রাখতে প্রথম থেকেই আসরে নেমেছিল রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এই পরিস্থিতির মধ্যেই ডেঙ্গি নিয়ে সতর্কতা বাড়ানোর উদ্যোগ নেওয়া শুরু হল।