বসিরহাটের বুকেও ছুটে বেড়াচ্ছেন দীপেন্দু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফুটবল পায়ে নিয়ে মাঠের এপ্রান্ত থেকে ওপ্রান্ত দাপিয়ে বেড়াতেন। এবার বিপর্যস্ত পরিস্থিতিতে বসিরহাটের বুকেও ছুটে বেড়াচ্ছেন ফুটবলার ও বিধায়ক দীপেন্দু বিশ্বাস। বসিরহাট শহর ও তদসংলগ্ন এলাকায় পরিচ্ছন্নতার দিকেও যেমন নজর রেখেছেন, তেমনি নজরদারি রয়েছে ত্রাণ বন্টনের ক্ষেত্রেও। এই বিপদের দিনে তাঁকে নিজ হাতে খাবার তুলে দিতেও দেখা যাচ্ছে। চাল-ডাল, আলু, ডিম সহ খাদ্যসামগ্রী তুলে দিচ্ছেন মানুষের হাতে। আবার চিকিৎসা সামগ্রীও পৌঁছে দিচ্ছেন একপ্রকার দরজায় দরজায়।
অন্যদিকে, অসহায় মহিলাদের খাবার ও নিরাপত্তার ব্যবস্থা করতে দেখা গেল প্রাক্তন এই ফুটবলারকে। উল্লেখ্য, নারী পাচারের ক্ষেত্রে একসময় কার্যত শীর্ষস্থানে পৌঁছে গিয়েছিল বসিরহাট। বিধায়ক হওয়ার পর পাচার রুখতে পদক্ষেপও নেন তিনি। এই প্রসঙ্গে দীপেন্দু বিশ্বাস জানিয়েছেন, অনেকে একসময় মুম্বাই, পাঞ্জাবে পাচার হয়ে গিয়েছিলেন। কেউ কেউ বাংলাদেশেও চলে যান। আমি বিধায়ক হওয়ার পর তালিকা বানিয়ে এঁদের অনেকেই উদ্ধার করে ফিরিয়ে এনেছি। এমন ২৩ জন মহিলার পাশে খাদ্যসামগ্রী তুলে দিয়ে পাশেও দাঁড়ালেন দীপেন্দু।