সাহায্যের হাত বিগ-বি’র
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: ফিল্মের কাজের সঙ্গে সংযুক্ত প্রায় ১ লক্ষ শ্রমিক-কর্মচারীকে মাসিক রেশন যোগান দেবেন অমিতাভ বচ্চন। এই বিপর্যস্ত পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়াচ্ছেন বিগ-বি। সূত্রের খবর, বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনকে সাহায্য করছে একটি টিভি চ্যানেল সংস্থা ও একটি স্বর্ণ-গহনা প্রস্তুতকারক সংস্থা। ওই গহনা সংস্থাটির ব্র্যান্ড অ্যাম্বাসাডর বিগ-বি। আবার ২০১০ সাল থেকে একটি জনপ্রিয় টিভি শো “কৌন বনেগা ক্রোড়পতি”-র কাজ করেন বচ্চন। ওই কর্মীরা সকলেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে নানাভাবে যুক্ত। তারকা না হলেও তাঁরা বিভিন্নভাবে স্টুডিওতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তাঁদের সহযোগিতা ছাড়া ইন্ডাস্ট্রি কার্যত অচল হয়ে যায় এমনটাই বলা চলে। এবার তাঁদের পাশে দাঁড়ালেন মেগাস্টার।