ফের চলন্ত ট্রেন থেকে পড়ে গেল শিশু
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ শুক্রবার হাওড়া বর্ধমান কর্ড লাইনে পাল্লা রোড স্টেশনের কাছে একটি বছর দেড়েকের শিশুকন্যা ট্রেনের দরজা দিয়ে পরে যায়। ফলে শিশুটি ভীষণ ভাবে জখম হয়ে পড়ে। পরিবার সূত্রে জানা যায়, শিশুটির বাবা লিলুয়ার বাসিন্দা বিজয় চৌধুরী তার স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে রাজস্থানে বেড়াতে যাচ্ছিলেন। সেই জন্য তারা লোকাল ট্রেনে চেপে বর্ধমান যাচ্ছিলেন। সেখান থেকে গভীর রাতে তাদের ট্রেন ধরার পরিকল্পনা ছিল। ওই পরিবার দাবি করে লোকাল ট্রেনের দরজার কাছ শিশুটির মা বসেছিলেন। হটাৎ ওই শিশুটি তার হাত ছেড়ে দরজার কাছে যায় এবং ঝাঁকুনিতে ট্রেনের নিচে পড়ে যায়। জানা গেছে ওই শিশুটির নাম তৃষিকা।সে এখন সুস্থ রয়েছে। অন্যদিকে আর পি এফ দাবি করে, ট্রেনের অন্য যাত্রীরা বলেছে, শিশুটির বাবা -মা মোবাইলে ব্যস্ত থাকার জন্যই দুর্ঘটনাটি ঘটে। আর পি এফ আরও জানাই পাল্লা রোডের স্টেশনের সংলগ্ন ঝোঁপের থেকে ওই শিশুকে উদ্ধার করে প্রথমে বর্ধমান মেডিক্যাল হাসপাতাল ও পরে কলকাতায় পাঠানো হয়।