healthOthers 

স্বাস্থ্য দপ্তরে ৩০০ চালক নিয়োগ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রাজ্যের স্বাস্থ্য দপ্তরকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। এর জন্য স্বাস্থ্য রাজ্যের দপ্তর ৩০০ জন চালক নিতে চলেছে। সরকারি সূত্রে জানা যায়, পশ্চিমবঙ্গে স্বাস্থ্য পরিষেবা উন্নতি করার জন্য এবং জনসাধারণের সঠিক সুবিধা দেওয়ার জন্যেই এই নিয়োগ। এই চালকরা এম্বুলেন্স পরিষেবা দেবে। এতে জনসাধারণ উপকৃত হবে। নতুন ৩০০ জন নিয়োগের মধ্যে তপসিলি জাতি ৬৬টি,তপসিলি উপজাতি ১৮টি এবং ৩০টি ওবিসি-এ, ও ২১টি ওবিসি -বি হিসেবে সংরক্ষিত। বাকি ১৬৫টি পদ অসংরক্ষিত রয়েছে। স্বাস্থ্য দপ্তরের চালক নিয়োগের জন্য অন্তত ৫ বছরের গাড়ি চালানোর অভিজ্ঞতা এবং ২বছরের গাড়ি মেরামত করার অভিজ্ঞাতার প্রয়োজন।

Related posts

Leave a Comment