CityOthers World 

করোনা পরিস্থিতিতে বিদ্বেষমূলক হামলা ব্রিটেনে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে পরিস্থিতি জটিল হতেই এবার বিদ্বেষমূলক হামলার অভিযোগ ব্রিটেনে। জানা গিয়েছে, সিঙ্গাপুরের বাসিন্দা জোনাথন মক লন্ডনে পড়াশোনা করেন। জন্মসূত্রে তিনি চিনা। এক্ষেত্রে তাঁর অভিযোগ, লন্ডনের অক্সফোর্ড স্ট্রিট দিয়ে যাওয়ার সময় কয়েকজন তাঁর পথ আটকায় এবং হামলা চালায়। এক্ষেত্রে তাঁর আরও অভিযোগ, আমাদের দেশে আমরা করোনা ভাইরাস চাই না, এই বলে বেধড়ক মারধর করা হয়। জোনাথনের দাবি, পূর্ব এশিয়ার নাগরিক হওয়াতেই আক্রান্ত হওয়ার ঘটনা ঘটল। প্রসঙ্গত, করোনা ভাইরাসের প্রকোপের কারণে অনেক মানুষের মধ্যে ওই অঞ্চলের লোকজনের প্রতি বিদ্বেষ তৈরি হয়েছে। মারধরের নেপথ্যে রয়েছে বিদ্বেষ, তা পুলিশ স্বীকার করেছে। তবে সিসিটিভি-র ফুটেজের সূত্র মারফৎ হামলাকারীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে প্রশাসন। লন্ডনে পড়াশোনা করা জোনাথনের মন্তব্য, ২ বছর লন্ডনে আছি, এ পরিস্থিতির মুখে কখনও পড়িনি।

Related posts

Leave a Comment