করোনার তীব্র দাপটে মক্কায় তীর্থযাত্রাও স্থগিত
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : চিন দেশ থেকে শুরু হয়। এরপর বিশ্বের ৭০টিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে নভেল করোনা ভাইরাস। এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২৪৮ জন। আক্রান্ত গোটা বিশ্বে প্রায় ৯২ হাজার। ভাইরাসের গতি চিনে কমলেও বিশেষজ্ঞরা জানিয়েছেন, পরিস্থিতি আরও উদ্বেগের দিকে চলে যেতে পারে। প্রতিদিন বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। লাগামছাড়া হচ্ছে করোনা ভাইরাসের আক্রমণ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সৌদি আরব মক্কায় তীর্থযাত্রা স্থগিত ঘোষণা করেছে। চিনের পর ইউরোপের অবস্থা ক্রমেই জটিল থেকে জটিলতর হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ব্রিটেনে ৫১ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিশেষজ্ঞমহলের আশঙ্কা, অনেক বেশি মানুষের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে গিয়েছে। ব্রিটেনে এই ভাইরাস মহামারীর আকার নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটেন করোনা-আতঙ্কে জেরবার পরিস্থিতি। আক্রান্তের খবর এসে পৌঁছাচ্ছে ইউরোপের অন্য দেশগুলি থেকেও। ইতালি, ফ্রান্স ও জার্মানির অবস্থা বিচলিত হওয়ার মতোই। স্কটল্যান্ডের মতো দেশও এই তালিকায় এসে গিয়েছে।