DigitalLifestyle Others 

ডিজিটাল লেনদেনে মানুষের আগ্রহ বাড়ছে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : এবার নগদ ছেড়ে দেশে নির্ভরতা বাড়ছে ডিজিটাল লেনদেনে। কেন্দ্রের বিমুদ্রাকরণ সিদ্ধান্তের পর ডিজিটাল লেনদেন বেড়েছে। কেন্দ্রীয় সরকারের ডিজিটাল ইন্ডিয়া অভিযানে সাফল্য ধীরগতিতে। কারণ হিসেবে বলা হয়েছে, যতই ডিজিটাল লেনদেনের আলোচনা হোক না কেন, নগদ লেনদেনের উপর এখনও দেশের অধিকাংশ মানুষ নির্ভর করে থাকেন। এর মধ্যেই আশার সন্ধান দিচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (আরবিআই) একটি রিপোর্ট। এক্ষেত্রে জানা যায়, নগদ অর্থ খরচের বদলে ডিজিটাল লেনদেনে মানুষের আগ্রহ বাড়ছে। রিপোর্টে এমনই আভাস দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। পাশাপাশি গত ৫ বছরে বড় অঙ্কের নোটের চাহিদা বৃদ্ধি পেয়েছে, রিপোর্টে এমনটাই উল্লেখ করেছে আরবিআই। এক্ষেত্রে বলা হয়েছে, এর অর্থ মানুষের মধ্যে লেনদেনের উপকরণ হিসাবে নোটের ব্যবহার কমছে এবং বৈদ্যুতিন লেনদেন বাড়ছে। ভারতে নগদের পরিবর্তে ডিজিটাল লেনদেনের অগ্রগতি নিয়ে রিপোর্টে জানানো হয়। উল্লেখ্য, ২০১৬ সালের নভেম্বর মাসে কেন্দ্র বিমুদ্রাকরণ ঘোষণার পর নগদের পরিবর্তে বৈদ্যুতিন প্রক্রিয়ায় লেনদেনের প্রবণতা বাড়তে থাকে। শীর্ষ ব্যাঙ্কের বক্তব্য, দেশের আর্থিক লেনদেন ব্যবস্থায় নগদের আধিপত্য বজায় থাকলেও বিমুদ্রাকরণের পর নগদের পরিবর্তে ডিজিটাল লেনদেনের দিকে সাধারণ মানুষের ঝোঁক বাড়তে থাকে।

Related posts

Leave a Comment