warld bankOthers World 

করোনা মোকাবিলায় বিশ্বব্যাঙ্কের অনুদান ১২০০কোটি ডলার

আমারে বাংলা অনলাইন নিউজ ডেস্ক: নোভেল করোনা ভাইরাসের আতঙ্কে শঙ্কিত গোটা বিশ্ব। এরজেরে নাস্তানাবুদ প্রায় ৭০টি দেশ। ভয়াবহ পরিস্থিতি বিবেচনা করে বিশ্বব্যাঙ্ক করোনা ভাইরাস মোকাবিলায় ১২০০কোটি ডলার অনুদান দিচ্ছে। মূলত গরিব দেশগুলির জন্যই চিন্তিত বিশ্বব্যাঙ্ক।এক্ষেত্রে তাদের বক্তব্য, গরিব দেশগুলির কথা ভেবেই এই অনুদান। এই অর্থ চিকিৎসার সরঞ্জামের জন্য ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে। বিশ্বব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের অনেক দেশেই ঢুকেছে এই মারণ ভাইরাস। এর মোকাবিলায় যাতে গরিব দেশ তাড়াতাড়ি, কার্যকরী ব্যবস্থা নিতে পারে তার জন্য এই ব্যবস্থা।পাশাপাশি গরিব দেশগুলির যাতে বাড়তি চাপ না তৈরি হয়, সেই জন্যই এই পদক্ষেপ। প্রসঙ্গত, বিশ্বের অনেক দেশই বিশ্বব্যাঙ্কের সদস্যভুক্ত । সবার সাথেই যোগাযোগ রাখছে বিশ্বব্যাঙ্ক। বিশ্বব্যাঙ্কের সভাপতি ডেভিড মালপাস জানিয়েছেন, যে সব দেশ সাহায্য চেয়েছিল তার ৮০০কোটি ডলার পাবে। সংক্রমণ যেভাবে বেড়ে চলেছে তাতে চিন্তায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থা থেকে আরও জানা যায়, করোনা সংক্রমন প্রতিরোধকারী সামগ্রী যেমন – চিকিৎসকদের গ্লাভস, গগলস, গাউন মাস্ক প্রভূতির অভাব দেখা দিচ্ছে। অনেকে অগ্রিম কিনেও রাখছে। ফলে সমস্যা বাড়ছে। হাত বাড়ল বিশ্বব্যাঙ্ক।

Related posts

Leave a Comment