Others Sports 

দুবাইয়ে ফেডকাপ টেনিসে জয় ভারতের

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক :দুবাইয়ে জয় এল অঙ্কিতাদের। মহিলাদের ফেডকাপ টেনিসে ভারত ২-০ ফলাফলে হারাল উজবেকিস্তানকে। প্রথম ম্যাচে রিতুজা ভোঁসলে আকগুল আমান মুরাদোভাকে পরাজিত করেছেন। ম্যাচের ফলাফল ২-৬,৬-২ ও ৭-৫। দ্বিতীয় সিঙ্গলস ম্যাচেও অঙ্কিতা রায়না দাপট দেখালেন। তিনি সাবিনা শারিপ্রভাকে অনায়াসে হারালেন। ম্যাচের ফলাফল ৭-৫ ও ৬-১। এই ম্যাচটি একপেশে খেলা হয়েছে।

Related posts

Leave a Comment