নিউটাউনের আদলে এবার রুবি মোড়ে এরিয়াল পাস
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ যানজটে জেরবার কলকাতা ও তৎসংলগ্ন এলাকা। এবার ভিড়ে ঠাসা রুবি মোড়ে পারাপারের সুবিধার জন্য সার্কুলার এরিয়াল পাস্ তৈরি হবে। রেলের অধীনস্থ সংস্থা রাইটস সেটির জন্য একটি বিস্তারিত প্রকল্প রিপোর্ট (ডিপিআর )তৈরি করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে,সেখানে পারাপারের সুবিধার জন্য এসকলেটর থাকবে। প্রাথমিকভাবে ঠিক হয়, এই মোড়ে আন্ডার পাস্ হবে। সমীক্ষার পর চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে, এখানে সার্কুলার এরিয়াল পাস্ হবে। রুবি মোড়ে চারিদিকে রাস্তা থাকায় পারাপার করা খুবই কঠিন হয়ে দাড়িয়েছে। এই মোড়কে ঘিরে রয়েছে হাসপাতাল,স্কুল, পাসপোর্ট অফিস,হোটেল আবাসন সহ বিভিন্ন অফিস ও দোকানপাট। এরপর মেট্রো রেল চালু হলে রাস্তা পারাপার আরও কঠিন হয়ে দাঁড়াবে। তাই এরিয়াল পাস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবার নিউটাউনের মতো এরিয়াল পাস হলেও এটি উচ্চতায় কম হবে। জানা গিয়েছে, মেট্রো রেলের লাইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই আড়িয়াল পাসটি হবে। ই এম বাইপাস রাস্তাটি চওড়া হলেও গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় পথচারীদের প্রাণ হাতে করেই রাস্থা পারাপার করতে হয়। এক্ষেত্রে মেট্রো রেলের কাজ চলায় কোন কোন স্থানে ফুট ওভারব্রিজ বা আন্ডারপাস করা হবে তার পরীক্ষা-নিরীক্ষা চলছে। এছাড়া চিংড়িঘাটা মোড় রুবি মোড়,পাটুলি মোড়, ঘোষপাড়া মোড়ে ফুটওভারব্রিজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছেবলে সরকারি ভাবে জানা গিয়েছে।