করোনার উদ্বেগে রাজ্যে নজরদারিতে ১২৫ জন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আচমকা সারা দেশে বেড়ে গিয়েছে করোনা-আক্রান্তের সংখ্যা। এই ঘটনায় শঙ্কিত গোটা দেশ। উদ্বেগ বেড়েছে জনজীবনেও। তবে পশ্চিমবঙ্গে এ পর্যন্ত কারও শরীরে নভেল করোনা ভাইরাসের (কোভিড-১৯) অস্তিত্ব পাওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত নতুন করে ১২৫ জনকে নজরদারির তালিকায় আনা হয়েছে। সূত্রের খবর, তালিকায় থাকা ব্যক্তিরা গৃহবন্দি (হোম সার্ভিলেন্স) থাকবেন প্রায় ১৪ দিন। অন্য একটি সূত্রে জানা গিয়েছে, বেলেঘাটা আইডি হাসপাতালে করোনা সন্দেহে ৩ জন রোগী ভর্তি হয়েছেন। তাঁদের সোয়াব নমুনা পরীক্ষা করা হচ্ছে। সারা দেশেই এখন করোনা-আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রকের পক্ষ থেকে সচেতনতার লক্ষ্যে একটি বিশেষ প্রশিক্ষণ আয়োজন করা হয়েছে। ৬ মার্চ প্রশিক্ষণে রাজ্যের ৫ সরকারি চিকিৎসক আইডি, ট্রপিক্যাল, এসএসকেএম ও উত্তরবঙ্গ মেডিক্যালের ১ জন করে চিকিৎসক ও জনস্বাস্থ্য শাখার এক কর্তা অংশগ্রহণ করবেন বলে জানা গিয়েছে। আরও খবর, ওই অনুষ্ঠানের “লাইভ স্ট্রিমিং” দেখবেন সারা দেশের স্বাস্থ্যকর্তা ও সরকারি চিকিৎসকরা।