স্বেচ্ছাসেবী সংস্থা “সিনি”-র স্বীকৃতি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : স্বেচ্ছাসেবী সংস্থা “সিনি” ৪৬ বছর ধরে শিশুদের অধিকার নিয়ে কাজ করে চলেছে। হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এই কাজকে এবার স্বীকৃতি দিল। প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানের মাধ্যমে শিশুর অধিকার নিয়ে সংস্থার একটি রিপোর্ট প্রকাশ করলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংস্থা “সিনি”-র অন্যতম প্রতিষ্ঠাতা শিশু বিশেষজ্ঞ অধ্যাপক সমীরনারায়ণ চৌধুরী, সমাজকর্মী বুলা ভদ্র ও চিত্তপ্রিয় সাঁধু প্রমুখ।