Shefali VermaOthers Sports 

১৬-তেই শীর্ষে শেফালি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আইসিসি-র টি-টোয়েন্টি ক্রমতালিকায় ভারতীয় ওপেনার শেফালি বর্মা শীর্ষে পৌঁছলেন। টুর্নামেন্টে অনবদ্য খেলছেন তিনি। সবচেয়ে কম বয়সে এই জায়গায় পৌঁছনোর নজির গড়লেন শেফালি। মাত্র ১৬ বছরেই মিতালি রাজের মাইলস্টোন স্পর্শ করলেন এই মহিলা ক্রিকেটার। শেফালি ছাড়াও ৬ নম্বরে রয়েছেন ভারতের স্মৃতি মান্ধানা। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ক্রমতালিকায় ১৯ ধাপ উঠে এক নম্বরে পৌঁছে গেলেন শেফালি। তাঁর এখন ৭৬১ পয়েন্ট। উল্লেখ্য, গ্রুপ পর্বের ৪ ম্যাচে শেফালি বর্মার সংগ্রহ ১৬১ রান। গড় ৪০.২৫। ১৬১ স্ট্রাইক রেট নিয়ে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যান হলেন রোহতকে এই কন্যা।

Related posts

Leave a Comment