Cock FightLifestyle Others 

মোরগের পায়ে লাগানো ব্লেডের আঘাতে মৃত্যু মোরগ মালিকেরই

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: দেশের বহু পুরোনো মজার উপকরণ মোরগ লড়াই। বহু জায়গায় এই খেলার সাথে জুয়ার যোগ থাকার কারণে প্রশাসন থেকে এই খেলা সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে।গতকাল দুপুরে মর্মান্তিক এই ঘটনার সাক্ষী থাকলো পুরুলিয়ার হুড়ার পালগাঁ গ্রাম। এদিন পুরুলিয়ার হুড়ার পালগাঁর জঙ্গলে বসেছিল মোরগ লড়াই এর মেলা।

মৃতের ব্যক্তির নাম অসীম মাহাতো। বাড়ি পুরুলিয়ার রুদ্রাগ্রামে। প্রত্যক্ষদর্শীরা বলেন, বৃহস্পতিবার হুড়া গ্রামে চলছিল মোরগ লড়াই। সেখানে নিজের মোরগ নিয়ে অংশগ্রহণ করেছিলেন বছর ৩০ এর যুবক অসীম। লড়াইয়ে বিজয়ী হয় অসীমের মোরগ। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, তারপরেই নিজের এবং পুরস্কার স্বরূপ পাওয়া হেরে যাওয়া মোরগ নিয়ে ফিরে যাচ্ছিলেন অসীম।

তখন অন্য একটি মোরগকে পায়ে অস্ত্র বেঁধে তৈরি করা হচ্ছিল। হঠাৎ পাশ থেকে সেই মোরগটি অসীমের হাতে থাকা মৃত মোরগকে আক্রমণ করে। মোরগের পায়ে লাগানো ব্লেডের আঘাতে, অসীমের হাঁটুর পিছনের শিরা কেটে যায়।তড়িঘড়ি তাঁকে হুড়া স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাকে রেফার করা হয় পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে। দেবেন মাহাতো সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষনা করেন।

চিকিৎসকদের অনুমান,মোরগের পায়ের ব্লেডে বিষাক্ত কিছু লাগানো ছিল। যার থেকেই অসীমের রক্তে বিষক্রিয়া শুরু হয় যার ফলে তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

Related posts

Leave a Comment