college streetLifestyle Others 

কলেজে স্ট্রিটের বর্ণপরিচয়ে নয়া নজরদারি

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কলেজ স্ট্রিটে এবার জোর নজরদারি। কলেজ স্ট্রিটের বর্ণ পরিচয় মার্কেটে বসতে চলেছে ৫০টি সিসিটিভি ক্যামেরা। ব্যবসায়ীদের স্বার্থেই কলকাতা পুরসভার মার্কেট বিভাগের এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে । ২৫টি নজরদারি ক্যামেরা আপাতত বসানো হচ্ছে। ওই মার্কেট প্রদর্শন করেন কলকাতা পুরসভার বাজার বিভাগের মেয়র পরিষদ আমিরুদ্দিন বিবি এবং সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা। প্রাথমিক পর্যায়ে ক্যামেরা লাগানোর কাজ চলছে বর্ণপরিচয়ে ।সিসিটিভি লাগানোর কাজটি তদারকি করছেন তিনি। এ, বি ও সি-এই তিনটি ব্লকে যথাক্রমে ২৫৮,৪৮১, এবং ১২৭টি দোকান রয়েছে। মোট ৮৬৬টি দোকানেই বর্তমানে ব্যবসা চলছে। অভিযোগ, প্রায়শই চুরি হচ্ছে বর্ণপরিচয়ে। বড় মার্কেটে সঠিক নজরদারির অভাব ছিল। যা এবার মিটতে চলেছে। শহর তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন বহু লোকজনের যাতায়াত। মাঝে মাঝেই জিনিস চুরির ঘটনা ঘটছে। বিভিন্ন সমস্যার জন্যই মার্কেটে এই সিসিটিভি ক্যামেরা বসানোর সিদ্ধান্ত। আপাতত ওই ব্লকের ১০লক্ষ টাকা খরচ করে সিসিটিভি বসানোর কাজ চলছে। এ ব্যাপারে মেয়র পরিষদ আরো জানিয়েছেন, অনেক দিন ধরেই ব্যবসায়ীদের দাবি ছিল। আমরাও তাঁদের সমস্যার সমাধানের জন্য সিসিটিভি লাগানোর জন্য সচেষ্ট হয়েছি।

Related posts

Leave a Comment