কোভিড-১৯ ট্র্যাকার অ্যাপ কেন্দ্রের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: কোভিড-১৯ ট্র্যাকার অ্যাপ আনল কেন্দ্র। ঘরে বসেই করোনা হল কিনা জানতে এবার মোবাইলে ডাউনলোড করুন করোনা কবচ অ্যাপ। এই সংক্রান্ত বিষয়ে সমস্তরকম সংশয় দূর করতে এই অ্যাপ লঞ্চ করেছে কেন্দ্র। জানা গিয়েছে, অ্যাপটি তৈরি করেছে ইলেক্ট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। নীতি আয়োগের এই অ্যাপ অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল প্লে স্তরের মধ্যে ডাউনলোড করতে পারবেন। আবার অ্যাপল ব্যবহারকারীদের জন্য আসছে এই অ্যাপয়ের আইওএস ভার্সন। আরও জানা গিয়েছে, এক্ষেত্রে আপনাকে বুঝতে সাহায্য করবে করোনা আক্রান্ত কারও সঙ্গে আপনার সাক্ষাৎ হয়েছে কিনা। সন্দেহ হলে কোয়ারেন্টাইনেও যেতে পারবেন।

করোনা কবচের কিছু তথ্য– কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে এলে সতর্ক করবে। লোকেশন বুঝে জানিয়ে দেবে ওই এলাকায় করোনা ভাইরাস কতটা সংক্রমিত হয়েছে। যদি কেউ করোনা আক্রান্তের নিকটে চলে আসেন, সেক্ষেত্রে নোটিফিকেশন আসবে। এই অ্যাপের বিশেষ কিছু রং আছে, যা সময়ের সাথে সাথে বদলে যাবে। যদি রং সবুজ থাকে, তাহলে আপনি কখনও কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে যাননি। আবার হলুদ রং হলে করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছেন বলে বোঝা যাবে। রং যদি লাল হয় তাহলে অবশ্য করোনা পজেটিভ। করোনা আক্রান্ত কোনও ব্যক্তি হাসপাতাল থেকে বার হওয়ার চেষ্টা করেন, তাহলে সে ব্যাপারে নোটিফিকেশন যাবে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। ওটিপি-রেজিস্ট্রেশনের মাধ্যমে এই করোনা কবচ অ্যাপে নথিবদ্ধ করা সম্ভব। এক্ষেত্রে ঠিকানা কিছুই শেয়ার করতে হবে না।
অ্যাপ ডাউনলোড করুন: https://play.google.com/store/apps/details?id=com.cosafe.android