cpim and massageBreaking News Others Politics 

সিপিআইএমের রাজ্য সম্মেলনে বার্তা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: সিপিআইএম-র রাজ্য সম্মেলন। রাজ্য সম্মেলনের প্রথমদিনে বার্তা দেওয়া হল- খোলনলচে না বদল করলে দলকে দাঁড় করানো যাবে না। এবার আলিমুদ্দিন স্ট্রিট সোশ্যাল মিডিয়াতে রাশ টানারও পরিকল্পনা নিতে চলেছে। এ বিষয়ে সিপিএম নেতৃত্বের একাংশ স্পষ্ট জানিয়েছে,এই মাধ্যম ব্যবহার করে শুধু নেতা বা নেত্রীর “ব্যক্তি প্রচার” করা যাবে না,এক্ষেত্রে গুরুত্ব দিতে হবে দলীয় প্রচারকেই।

উল্লেখ করা যায়,সংগঠিতভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে থাকে সিপিএম। পাশাপাশি দলের ছাত্র-যুবরাও সোশ্যাল মিডিয়াকে অনেকটাই ব্যবহার করে থাকে। প্রায় সবক্ষেত্রেই সোশ্যাল মিডিয়াই প্রচারের অন্যতম মাধ্যম বা হাতিয়ার হিসেবে ব্যবহার চলছে। মোদ্দা কথা, ফেসবুকে শুধু “ফেস” দেখানো চলবে না, রাজ্য সম্মেলনে এমনই বার্তা তুলে ধরতে চাইছে সিপিআইএম নেতৃত্ব।

সূত্রের খবর,আনিস কাণ্ডেও টুইটারে প্রচার কর্মসূচি নিয়েছিল দলের ছাত্র-যুব সংগঠন এসএফআই-ডিওয়াইএফআই। ছাত্র-যুবরা ছাড়াও দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি থেকে রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সাংসদ বিকাশ ভট্টাচার্য, পলিটব্যুরো সদস্য মহম্মদ সেলিম, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী ও রবীন দেব প্রমুখরা টুইটার ও ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় নিজেদের বক্তব্য প্রকাশ করে থাকেন। এমনকী নির্বাচনগুলিতেও সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয়ে থাকে। প্রচারে নেতা-নেত্রীদের ব্যক্তি প্রচার দলকে ছাপিয়ে গিয়েছে বলে মনে করছেন নেতৃত্বের একটা বড় অংশ ।

Related posts

Leave a Comment