vijayHealth 

ক্রিকেটার বিজয় হাজারের প্রয়াণ দিবস

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্কঃ আজকের দিনেই প্রয়াত হয়েছিলেন প্রখ্যাত ক্রিকেটার বিজয় হাজারে। ২০০৪ সালের ১৮ ডিসেম্বর তাঁর মৃত্য হয়। তিনি ছিলেন ভারতীয় দলের একজন বিশিষ্ট ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য হিসেবে ১৪টি টেস্টে অধিনায়কত্বও করেন তিনি। ডানহাতি ব্যাটসম্যান ছিলেন। মিডিয়াম পেস বোলিংয়েও তাঁর পারদর্শিতা ছিল। দেশের হয়ে ৩০টি টেস্ট ম্যাচ খেলেছেন। রান সংখ্যা ২,১৯২। গড় ৪৭.৬৫। ৭টি সেঞ্চুরি রয়েছে তাঁর। বল হাতে টেস্টে ২০টি উইকেট দখল করেছেন তিনি। ভারতের ২৫তম টেস্টে দলের প্রথম বিজয়ে নেতৃত্ব দিয়েছিলেন বিজয় হাজারে। এছাড়া ভারতের আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতায় তাঁর নাম নামাঙ্কিত হয় ”বিজয় হাজারে ট্রফি” হিসেবে। তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।তায় তাঁর নাম নামাঙ্কিত হয় ”বিজয় হাজারে ট্রফি” হিসেবে। তিনি পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন।

Related posts

Leave a Comment