darjelling and tourist2Others Travel 

মনোরম পরিবেশে পর্যটকের ভিড় পাহাড়ে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক:কুয়াশার মেঘ সরিয়ে রোদ ঝলমলে রোদ আবহাওয়া হতেই পর্যটকের ভিড় পাহাড়ে। শীতের মনোরম পরিবেশে গায়ে রোদ মাখাতে ম্যালের ভিউ পয়েন্টে ভ্ৰমণ পিয়াসীরা। সেল্ফি তোলার হিড়িকও দেখা যায়। স্থানীয় সূত্রের খবর,কুয়াশা ভেদ করে পাহাড়ে উঁকি মারছে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘা। গতকাল ছুটির দিনে ভিড়ে ঠাসা শৈলশহর। ম্যালে পর্যটকদের উপচে পড়া ভিড়। হিমেল হাওয়ার জেরে তাপমাত্রার বিশেষ তারতম্য হয়নি। পাহাড়ে তাপমাত্রা ৬ থেকে ৭ ডিগ্রির কাছাকাছি। উষ্ণতার সন্ধানে পর্যটকরা ক্যাভেণ্ডার্সে গরম দার্জিলিং চায়ে চুমুক দিয়েছেন। রোদ মাখা দুপুরে ম্যালে বসে কমলালেবু মুখে ভ্রমনপিপাসুরা। অনেক পর্যটকরা টাইগার হিলের পথে পা বাড়ান। অনেকদিন পর সূর্যাস্তের সন্ধান মিলল। স্বাভাবিকভাবেই খুশি পর্যটকরা । হিমালয়ান মাউন্টেরিংয়েও পা রেখেছেন বহু পর্যটক ।
স্থানীয় সূত্রের আরও খবর, শৈলশহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হোম স্টে গুলিতে ভিড়। সব হোটেল ও হোম স্টে’তেই বুকিং। সিটং থেকে তাগদা, লামাহাটা থেকে লাভা, লোলেগাঁওয়ে একই চিত্র। উল্লেখ করা যায়, করোনা ও লকডাউন পর্বে দীর্ঘ কয়েক মাস বন্ধ ছিল পাহাড়ের পর্যটনক্ষেত্র। নিউ নর্মালে আবারও মাথা তুলে দাঁড়াতে শুরু করেছে উত্তরবঙ্গের পর্যটন শিল্প। বর্তমান পরিস্থিতিতে খুশি পর্যটনের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। পাশাপাশি সমতলের শিলিগুড়িতেও রয়েছে শীতপ্রবাহ। রয়েছে কনকনে ঠাণ্ডাও। পিকনিকের আবহও অটুট । শহর থেকে বহু মানুষ ভিড় জমিয়েছেন পিকনিক স্পটগুলোতে। কালিঝোড়ার স্পট , শহর ঘেঁষা পাহাড়ের কোল দুধিয়া, বৈকুণ্ঠপুর জঙ্গলের দিকে রয়েছে পিকনিকের মজা। নাচ ও গানে মশগুল উৎসবমুখর বাঙালি। জানুয়ারির নতুন বছরে অনেকেই বেঙ্গল সাফারি পার্ক বা গজলডোবার ভোরের আলোয় মেতে উঠেছেন।

Related posts

Leave a Comment