বার্বেডোজের প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত স্যান্ড্রো মেসন
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : প্রজাতান্ত্রিক দেশ হিসাবে নিজেদের ঘোষণা করার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্বেডোজ। দেশের প্রথম প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছেন ৭২ বছর বয়সী মহিলা রাজনীতিবিদ ডেম স্যান্ড্রো মেসন। এ বিষয়ে আরও জানা যায়, আগামী ৩০ নভেম্বর দেশের ৫৫-তম স্বাধীনতার দিনে শপথ গ্রহণ করবেন তিনি। উল্লেখ করা যায়, ইতিপূর্বে ব্রিটিশ শাসন থেকে নিজেদের স্বাধীন বলে ঘোষণা করেছে ক্যারিবীয় এই দ্বীপরাষ্ট্রটি। তবে এখনও পর্যন্ত ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথকেই ওই দেশের শীর্ষ কর্ত্রী বলে ধরা হয়ে থাকে।

