organic colorEnviornment Health Lifestyle Others 

ভেষজ আবির -রঙের চাহিদা এবার রাজ্যের বিভিন্ন প্রান্তে

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক: রঙের উৎসব হোলি আসছে। বাঙালি সহ গোটা দেশের মানুষ মাতবেন রঙের খেলাতে। “ওরে গৃহবাসি খোল দ্বার খোল , লাগলো যে দোল “।তবে এবার করোনা ভাইরাসের জেরে ভেষজ আবিরের চাহিদা তুঙ্গে। দেশের বিভিন্ন প্রান্তে এই ভাইরাসের আতঙ্ক গ্রাস করছে। বিদেশের মাটিতে করোনার উদ্বেগ বাড়তে থাকায় ভেষজ আবিরের ওপর বেশি ভরসা করতে চাইছেন সাধারণ মানুষ। কোনও রাসায়নিক মিশ্রণ ছাড়াই ভেষজ রঙ তৈরি হয়। মূলত ফুলের নির্যাস থেকেই আবির-রঙ বানানো হয়ে থাকে। সুগন্ধী আবির ও রঙ ক্রেতাদের পছন্দের। করোনার জেরে চিনা আবির ও রঙের বাজার একপ্রকার তলানিতে। এবার ভেষজ আবির -রঙ বাজারের দখল নিছে। বিভিন্ন ফুলের নির্যাস থেকে তৈরি আবির -রঙ ত্বকে বা শরীরে কোনও প্রভাব পড়ে না। উলেখ্য ,এক দশক পূর্বে যাদবপুর বিশ্ববিদ্যালযের পরীক্ষাগারে প্রথম আবির -রঙ তৈরি করেছিলেন গবেষক অসীম চ্যাটার্জি। বর্তমানে তিনি তাঁর বাড়িতে এই আবির -রঙ তৈরি করেন বলে জানা গিয়েছে। এবার সেই ভেষজ আবির -রঙ শহর , জেলা ছাড়িয়ে পৌঁছে যাচ্ছে রাজ্যের বিভিন্ন প্রান্তে।

Related posts

Leave a Comment