TET studentEducation Others 

আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের সামনে বিক্ষোভ টেট উত্তীর্ণ প্রার্থীদের

আমার বাংলা নিউজ ডেস্ক, নিজস্ব প্রতিনিধি: সল্টলেকের আচার্য প্রফুল্লচন্দ্র ভবনের সামনে বিক্ষোভ পশ্চিমবঙ্গ টেট উত্তীর্ণ ঐক্য মঞ্চের পক্ষ থেকে। জানা গিয়েছে, ২০১৫ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ ডিএলএড প্রশিক্ষিত ঐক্য মঞ্চের পক্ষ থেকে নিয়োগ চাই দাবিতে বিক্ষোভ দেখানো হয়। সূত্রের খবর, ঐক্য মঞ্চের পক্ষ থেকে ৩ জনের প্রতিনিধি দল গিয়ে দেখা করেন প্রাইমারি বোর্ডের চেয়ারম্যান মানিক ভট্টাচার্যের সঙ্গে।

ঐক্য মঞ্চের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে, ২০১৫ সালের প্রাইমারি টেট উত্তীর্ণ এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত এমন ১২০০ প্রার্থীদের শিক্ষা মন্ত্রীর পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত প্রাথমিক শিক্ষক পদে অবিলম্বে সরাসরি নিয়োগ করতে হবে। পাশাপাশি তাঁদের আরও দাবি, নতুন পরীক্ষা ছাড়াই (২০১৫-এর টেট) পরীক্ষার সাপেক্ষেই তাঁদেরকে সরাসরি নিয়োগ করতে হবে। যেভাবে ২০১৪-১৬ এবং আরসিআই ২০১৫-১৭ সরাসরি নিয়োগ পত্র পেয়েছিলেন।

তাঁদের আরও বক্তব্য, বর্তমান সরকার ইতিমধ্যেই প্রায় ১০ হাজার প্রাথমিক বিদ্যালয়গুলিতে পঞ্চম শ্রেণি যুক্ত করেছেন এবং এরপরও ৮ হাজার প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী চলতি বছরে যুক্ত করতে চলেছে। সেই জন্য অনেক শুন্যপদ সৃষ্টি হয়েছে। শিক্ষক-শিক্ষিকার প্রয়োজনে অবিলম্বে নিয়োগের বিষয়টি মানবিক দৃষ্টি দিয়ে দেখার জন্যও অনুরোধ করা হয়েছে।

Related posts

Leave a Comment