Khardah MunicipalityOthers 

খড়দহে ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা পদযাত্রা

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বাড়ি পরিচ্ছন্ন রাখার আবেদন। সূত্রের খবর, করোনা আবহে অনেক বাসিন্দারা পুর স্বাস্থ্যকর্মীদের বাড়িতে প্রবেশ করতে দিচ্ছেন না। এরফলে ব্যাঘাত ঘটছে ডেঙ্গি মোকাবিলায়। এমন আবহে ওই বাসিন্দাদের কাছে নিজের বাড়ি সংলগ্ন জায়গা পরিষ্কার- পরিচ্ছন্ন রাখার জন্য আবেদন জানিয়েছেন খড়দহের পুর কর্তৃপক্ষ। সূত্রের আরও খবর, ডেঙ্গি বিজয় অভিযান সংক্রান্ত বিষয়ে খড়দহের মাধব আশ্রমের মাঠ থেকে গঙ্গার ঘাট পর্যন্ত চলে এই পদযাত্রা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাসিন্দারা পুরকর্মীদের প্রবেশ করতে দিচ্ছেন না, বাড়িতে কোথাও যাতে জল বা আবর্জনা জমে না থাকে সেদিকে নজর রাখার দায়িত্ব রয়েছে। একজনের অবহেলার জন্য অন্যজনের যাতে ভোগান্তি না হয় সে বিষয়টিও দেখা জরুরি। প্রসঙ্গত, খড়দহ এলাকায় গত বছর ৪৩ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন। তবে এবছর এখনও ডেঙ্গির প্রভাব পড়েনি। শুরুতেই শতাধিক স্বেচ্ছাসেবককে ডেঙ্গি মোকাবিলার কাজে নামানো হয়েছে বলে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment