রোনাল্ডোকে ঘিরে নতুন বিতর্ক
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিপাকে পড়লেন রোনাল্ডো। নতুন বিতর্ক শুরু হল ক্রিশ্চিয়ানোকে ঘিরে। সূত্রের খবর, ইটালি ফুটবলে করোনা সংক্রমণের কারণে রোনাল্ডো-সহ জুভেন্টাসের বেশ কিছু তারকা ফুটবলারের করোনা পরীক্ষা করা হয়। ওই পরীক্ষায় ফলের অপেক্ষা না করেই রোনাল্ডো দেশের হয়ে খেলতে পর্তুগালে চলে এসেছেন বলে খবর। অন্যদিকে দেশে ফিরে এসেছেন পাওলো দিবালা, খুয়ান কুয়াদ্রাদো, দানিলোর মতো তারকা ফুটবলাররাও। ওইসব ফুটবলারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে।

