Djokovic-2Others Sports 

ইতিহাস গড়লেন জকোভিচ

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নোভাকের নতুন নজির। আবার ইতিহাস গড়লেন নোভাক জকোভিচ। পিট সাম্প্রাসের রেকর্ড ভেঙে সপ্তমবার বিশ্ব রাঙ্কিংয়ে ১ নম্বর হিসেবে বছর শেষ করার নজির গড়েছেন তিনি। প্যারিস মাস্টার্সের সেমিফাইনালে পোল্যান্ডের হুবার্ট হুরকাজকে হারিয়ে জকোভিচ এই কৃতিত্ব গড়লেন। এরপর তিনি ফাইনালে দানিল মেদভেদেভকে ৪-৬, ৬-৩ ও ৬-৩ ফলাফলে হারিয়ে রেকর্ড ৩৭-তম মাস্টার্স ট্রফিও জয়ী হয়েছেন। উল্লেখ করা যায়, সাম্প্রাস ১৯৯৩ সাল থেকে ১৯৯৮ সালের মধ্যে ৬ বার ১ নম্বর হিসেবে বছর শেষ করেছেন। শৈশবের আদর্শ পিটের নজিরকে পেরিয়ে যাওয়া দুর্দান্ত ব্যাপার বলে মন্তব্য করেছেন জকোভিচ।

Related posts

Leave a Comment