Down Graph-1Others 

ভারতের বৃদ্ধির হার ৪.৫ শতাংশ কমার ইঙ্গিত

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : ভারতের বৃদ্ধির হার ৪.৫ শতাংশ কমবে, জানিয়েছে আইএমএফ। ভারতের অর্থনীতি নিয়ে অশনি-সঙ্কেত আন্তর্জাতিক অর্থ ভাণ্ডারে। জানা গিয়েছে, ২০২০-২১ অর্থবর্ষে ভারতের জিডিপি-র হার ৪.৫ শতাংশ কমবে। তা হবে ১৯৬১ সাল থেকে দেশের ইতিহাসে সর্বনিম্ন। জিডিপি ৪.৫ শতাংশ কমার অর্থ তা শূন্যেরও নিচে নেমে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে, এমনটাই জানিয়েছেন, আইএমএফ-এর ভারতীয় বংশোদ্ভূত প্রধান অর্থনীতিবিদ গীতা গোপীনাথ। উল্লেখ্য, ২০২০ সালে বিশ্ব অর্থনীতি বৃদ্ধির হার নেতিবাচক হবে বলেও জানিয়েছে আইএমএফ। আবার জিডিপি নেমে দাঁড়াবে মাইনাস ৪.৯ শতাংশে। গত এপ্রিল মাসে ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুকের দেওয়া পূর্বাভাসের থেকে ১.৯ শতাংশ কম বলে জানানো হয়েছে।

Related posts

Leave a Comment