আলিপুর কোর্টে জরুরি বৈঠক আইনজীবী সংগঠনের
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : আলিপুরের দুটি আদালত এখনই স্বাভাবিক ছন্দে ফেরানো যাবে কি না, তা নিয়ে আলোচনা করতে জরুরি বৈঠক আইনজীবী সংগঠনের। জানা গিয়েছে, সেখানে রাজ্য বার কাউন্সিলের ৩ সদস্যেরও উপস্থিত থাকার কথা। আলিপুর আইনজীবী সংগঠনের একটা অংশের পক্ষ থেকে জানা গিয়েছে, আদালত চালু থাকলেও করোনা ও আম্ফান-এর তাণ্ডবে এই দুই আদালত ক্ষতিগ্রস্ত। সেই পরিস্থিতি স্বাভাবিক না করে আদালত চালু করায় তাঁরা প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা মামলার সওয়ালে অংশও নিচ্ছেন না। আলোচনা ফলপ্রসূ হলে আগামী দিনে আদালতে স্বাভাবিক কাজের পরিবেশ ফিরিয়ে আনার ব্যাপারে তাঁরা আপত্তি করবেন না।

