Durgapur IndustryEnviornment Lifestyle Others 

দূষণমুক্ত ভিন্ন চেহারা দুর্গাপুর শিল্পনগরী

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : দূষণহীন দুর্গাপুর। পাখিদের কলরব বেড়েছে। আবার যেন ফিরে এসেছে ওরা। নানা রকমারি পাখিদের ভিড়। দেখা মিলছে মুনিয়া, কাঠঠোকরা, বসন্ত বৌরী, নীল ল্যাজা বাঁশপাতি, দুধরাজ, রেখা বসন্ত, হুপো-সহ আরও অনেক পাখির। কিচিরমিচির শব্দও শোনা যাচ্ছে। সারাদিন ভরে থাকছে পাখির কুহুতানে। বিপর্যস্ত পরিস্থিতিতে ভিন্ন চেহারা দুর্গাপুরে। রাস্তা যানবাহন শূন্যপ্রায়। কল-কারখানাও বন্ধ। চিমনি থেকেও ধোঁয়া বার হচ্ছে না। শিল্পনগরীতে দূষণের মাত্রা পূর্বের তুলনায় কমে গিয়েছে। যে পাখির দল শিল্পনগরী থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তারাও ফিরে এসেছে। পরিবর্তন এসেছে দুর্গাপুরে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বাতাসে ধূলিকণা নেই। নিঃশ্বাস নিতে কোনও অসুবিধা হচ্ছে না। প্রাণভরে অক্সিজেন নেওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে পাখির ডাক। দূষণের মাত্রা যে কমে গিয়েছে সে কথা স্বীকার করেছেন রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্গাপুর শাখা। বাতাসে ভেসে থাকা বিষাক্ত ধূলিকণার জন্য চোখ জ্বালা করত, এখন তাও নেই। কারখানার চিমনি থেকে বেরোনো ধূলিকণা শরীরে লেগে সারা গায়ে চিটচিট করত, এ সময় তেমনটাও হচ্ছে না। বাড়ির ছাদ-জানলার কার্নিশে কারখানার ছাইও জমছে না। এখন সব মিলিয়ে ক্লিন দুর্গাপুর।

Related posts

Leave a Comment