১১ দিনে ৮ বার ভূ-কম্পন হিমাচলের চাম্বায়
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : হিমাচলপ্রদেশের চাম্বায় ভূ-কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.১। এই ভূমিকম্পের প্রভাবে মৃত্যু বা কোনও ক্ষয়ক্ষতি হয়নি। সিমলা আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, সকাল ৭টা ৩ মিনিটে কম্পন অনুভূত হয়। উৎসস্থল ছিল চাম্বার উত্তর-পূর্বে ভূ-পৃষ্ঠ থেকে ৫ কিলোমিটার গভীরে। এই নিয়ে চাম্বায় গত ১১ দিনে ৮ বার ভূ-কম্পন অনুভূত হয়েছে। আবার মধ্যরাতে মৃদু ভূ-কম্পন অনুভূত হয় মহারাষ্ট্রের পালঘরেও। রিখটার স্কেলে মাত্রা ছিল ৩.১। থানে আঞ্চলিক বিপর্যয় মোকাবিলা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, দুন্দলওয়াড়ি গ্রামে এই কম্পন অনুভূত হয় রাত প্রায় ১২টা নাগাদ। তবে ক্ষয়ক্ষতি হয়নি।