দেশের শীর্ষ আদালতে স্থায়ী পদে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : সুপ্রিমকোর্টের নির্দেশিকা মোতাবেক বিচারপতি বিশ্বজিৎ বসু, বিচারপতি অমৃতা সিনহা ও বিচারপতি জয় সেনগুপ্ত অ্যাডিশনাল জজ থেকে পার্মানেন্ট বা স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োজিত হয়েছেন। দেশের সর্বোচ্চ আদালতে স্থায়ী পদে উন্নীত হলেন। সুপ্রিমকোর্ট সূত্রের খবর, অ্যাডিশনাল জজ পদে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মেয়াদ আরও ৬ মাস বাড়ানো হল। আবার অ্যাডিশনাল জজ মধুমতি মিত্রও স্থায়ী বিচারপতি পদে উন্নীত হয়েছেন বলে খবর।