সিগারেটের নেশায় ফ্রান্স থেকে স্পেনে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : নেশা বড় বালাই। তাই হেঁটেই পথ পেরলেন এক ব্যক্তি। লকডাউন চলছে ফ্রান্সে। বন্ধ সমস্ত বাজার ও দোকানপাট। পরিবহণ ব্যবস্থাও সচল নেই। জানা গিয়েছে, সিগারেটের নেশায় তাই হেঁটেই প্রতিবেশী দেশ স্পেনে যাওয়ার চেষ্টা করলেন এক ব্যক্তি। যাওয়ার পথে পড়ে পাইরেনিস পর্বত। ওই ব্যক্তির কাছে কোনও কিছুই অন্তরায় হয়নি। তবে গন্তব্যে পৌঁছতে পারেননি ওই ব্যক্তি। ঝর্নায় ভেসে গিয়েও রাস্তা হারান। পরে নিজেই জরুরি পরিষেবায় ফোন করে সাহায্যের আর্জি জানান। উদ্ধারকারী দল এসে ওই ব্যক্তিকে উদ্ধার করেন। প্রশাসনের শাস্তি থেকে অব্যাহতি মেলেনি। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ১৩৫ ইউরো জরিমানা করা হয়। সূত্রের আরও খবর, দক্ষিণ ফ্রান্সের একটি শহর থেকে স্পেনের লা জনকেরার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বের হন ওই ব্যক্তি। পুলিশ চেক পয়েন্টে তাঁর গাড়ি আটকালে হেঁটেই পাইরেনিস পর্বত পেরনোর সিদ্ধান্ত গ্রহণ করেন।