BasithatOthers 

বসিরহাটে রাস্তা অবরোধ-বিক্ষোভ-চাঞ্চল্যও

আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : খাবার না পাওয়ার অভিযোগে বসিরহাটে রাস্তা অবরোধ। এই বিক্ষোভকে ঘিরে তীব্র চাঞ্চল্যও ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পিফা গ্রাম পঞ্চায়েতের মালঞ্চ রোডের তেঁতুলতলা এলাকায় রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ চলে। পাশাপাশি ওই এলাকার বাসিন্দারা রাস্তায় গাছের গুঁড়ি ফেলে হাতে থালা ও প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী বাসিন্দাদের বক্তব্য, “আমরা দিন আনি দিন খাই। এতদিন ধরে ঘরে বসে থাকায় হাতে টাকাও নেই। এই পরিস্থিতিতে শুধু চাল ফুটিয়ে খাওয়া যায় না। সরকারের পক্ষ থেকে চাল ছাড়া কিছুই দেওয়া হচ্ছে না। সে কারণে আমরা রাস্তায় নেমেছিলাম।” পুলিশের আশ্বাসে অবশ্য অবরোধ উঠে যায়। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের প্রধান মন্দিরা সাহা জানিয়েছেন, লকডাউনের জেরে দিন এনে দিন খাওয়া পরিবারের সদস্যরা সমস্যায় পড়েছেন। রেশন সামগ্রী পেলেও উনারা অন্যান্য সামগ্রীর দাবি করছেন।

Related posts

Leave a Comment