আলিপুরে আইনজীবীদের অফিস-ঘর ভগ্নদশায়, সংস্কারের দাবিতে চিঠি
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : কলকাতা পুলিশ-সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভগ্নপ্রায় আলিপুরের সরকারি আইনজীবীদের অফিস-ঘরটি সংস্কারের দাবিতে চিঠি দেওয়া হল। আলিপুরের মুখ্য সরকারি আইনজীবী শুভেন্দু ঘোষ জানালেন, চিঠি দেওয়া হয়েছে। আমরা আশা করছি, শীঘ্রই ভগ্ন অফিস-ঘরটির সংস্কারের কাজ শুরু হবে। শুভেন্দুবাবু আরও জানান, এই অফিস-ঘরটিতে একাধিক সরকারি আইনজীবী বসেন। প্রতিদিন এখানে নানা সমস্যা নিয়ে আসেন পুলিশের লোকজন ছাড়াও বিচারপ্রার্থীরা। বিষয়টি নিয়ে আইনজীবীরা আরও জানালেন, অফিস-ঘরটির অবস্থা খুবই খারাপ। চারদিকে স্যাঁতসেঁতে অবস্থা। বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে জল পড়ে। বিপজ্জনকভাবে ঝুলছে বিদ্যুতের তারও। জল পড়ে নষ্ট হয়ে গিয়েছে বেশ কয়েকটি লোহার আলমারিও। আদালত সূত্রে জানা গিয়েছে, ওই আলমারিগুলিতে রয়েছে অনেক গুরুত্বপূর্ণ মামলার কেস ডায়েরি-সহ নানা নথিপত্র। অফিস-ঘর ছাড়াও অফিস লাগোয়া বাথরুমটির শোচনীয় অবস্থা। পানীয় জলের কোনও বন্দোবস্তও নেই।