বিপর্যয়েই নতুন ফুটবল মরশুম শুরু এশিয়ার তাজিকিস্তানে
আমার বাংলা অনলাইন নিউজ ডেস্ক : বিপর্যস্ত পরিস্থিতিতে বিশ্বজুড়ে আতঙ্ক। বিশ্বের সব দেশেই প্রায় লকডাউন। বন্ধ সব ধরনের খেলা। ফুটবল মাঠে প্রভাব অনেকটাই বেশি। ব্যতিক্রমী পথে হাঁটল তাজিকিস্তান। নতুন ফুটবল মরশুম শুরু হয়ে গেল এশিয়ার এই দেশে। তবে রাজধানী দুশানবেতে মরশুমের প্রথম ম্যাচটি হয় দর্শকশূন্য স্টেডিয়ামেই। ম্যাচটি ছিল তাজিকিস্তানের সুপার কাপ ফাইনাল। ওই ম্যাচে লিগ চ্যাম্পিয়ন এফসি ইস্তিকলোল পিছিয়ে পড়েও ২-১ গোলে এফসি খুজান্দকে হারিয়ে শিরোপা জয়ী হয়েছে। প্রসঙ্গত, মধ্য এশিয়ার মাত্র ৯০ লক্ষ জনসংখ্যার দেশটি নতুন মরশুমের লিগ শুরু করার সাহস দেখাতে সক্ষম হল। আবার গত মাসে তাজিকিস্তান ঐতিহ্যবাহী বসন্তকালীন নওরোজ উৎসবও পালন করেছে। রাস্তায় নেমে আসে কয়েক হাজার মানুষ। রাষ্ট্রপতি ইমোমালি রাহমন জনগণের সঙ্গে এই উৎসবে সামিলও হন।